• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

প্রাইভেট মাদরাসা পরিষদ ময়মনসিংহ বিভাগের সম্মেলন ও কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২, ২০২৪, ০৮:৫৮ পিএম
প্রাইভেট মাদরাসা পরিষদ ময়মনসিংহ বিভাগের সম্মেলন ও কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদ ময়মনসিংহ বিভাগের সভাপতি সাব্বির আহম্মেদ শিবলীর সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (২ নভেম্বর) ময়মনসিংহ শহরের স্পন্দন কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুহাম্মদ আসাদ আকন্দ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শাহওয়ালী উল্লাহ ফরহাদ, মুফতি আবু সালেহ, মুফতি মাহফুজুর রহমান, মুফতি শেখ আহমেদ বিন আজাদী। আরও বক্তব্য রাখেন- শেখ সাদী, মাওলানা মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, দলমত নির্বিশেষে সকল ধরনের প্রতিষ্ঠান আমাদের পরিষদের অন্তর্ভুক্ত হতে পারবেন তবে সেক্ষেত্রে পরিষদের নিয়ম কানুন অবশ্যই ফলো করতে হবে। 

তিনি বলেন, আমরা কিছু কাজ হাতে নিয়েছি। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা নিবন্ধন করা, শিক্ষক প্রশিক্ষণ, কল্যান ফান্ড গঠন, উদ্যোক্তা তৈরি, শিক্ষা বৃত্তি, দ্বি-মাসিক পত্রিকা, বই, প্রশ্ন, সাজেশন, সিলবাস প্রস্তুত, পৃথক শিক্ষা বোর্ড গঠন, অনলাইন টিভি, হিফয প্রতিযোগিতার ব্যবস্থা।

উক্ত সম্মলন থেকে ময়মনসিংহ বিভাগের আগামী ২০২৪/২৫ সেশনের কমিটি ঘোষনা করেন পরিষদের মহাসচিব মুফতি আসাদ আকন্দ। 

নবনির্বাচিত দায়িত্বশীল মনোনীত হয়েছেন– ময়মনসিংহ বিভাগের সভাপতি মাওলানা সাব্বির আহমাদ শিবলী, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম। ময়মনসিংহ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহসান উল্লাহ, সেক্রেটারি মাওলানা বরকতউল্লাহ।
 
টাঙ্গাইল জেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শাহেদ ইকবাল।
 
শেরপুর জেলার সভাপতি মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান।

নেত্রকোনা জেলার সভাপতি রাকিব আহমেদ, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। জামালপুর জেলার সভাপতি মাওলানা রহমতুল্লাহ।

এ ছাড়াও উক্ত সম্মেলনে কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার আমন্ত্রিত মেহমানবৃন্দদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রাইভেট মাদ্রাসার পরিচালক ও প্রিন্সিপাল বৃন্দ।

বিভাগীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!