• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ


খুলনা ব্যুরো নভেম্বর ২, ২০২৪, ০৯:০১ পিএম
খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

খুলনা: খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।  শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  এ ঘটনার পর আশপাশের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। এছাড়া ডাকবাংলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬ টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসে। এ সময়ে ওই মিছিলের ছাত্র জনতাকে বেশ উত্তেজিত দেখা গিয়েছিল। তারা ডাকবাংলা মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে।

পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। এরপর ভাঙাচোরা মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা সন্ধ্যা ৬ টার দিকে মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে অতর্কিত হামলা করে। তারা অফিসকে কেন্দ্র করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের ভেতর থেকে ২টি প্লাষ্টিকের চেয়ার বাইরে অগ্নিসংযোগ করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে আমরা খবর পেয়েছি। এগুলোর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পৃক্ততা নেই।

এসএস

Wordbridge School
Link copied!