• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা


কুমিল্লা প্রতিনিধি নভেম্বর ২, ২০২৪, ০৯:১৩ পিএম
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসা বাঁধা দেওয়ায় স্বপন আহমেদ (৪০) এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভাল্লক নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ভাই আক্তার হোসেন বলেন, শনিবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আমার চাচাতো ভাই মফজ্জল হোসেন সোহেল এর সাথে গঙ্গানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন (৫০) এর সাথে কথা কাটাকাটি হয়। এ সময় আমার ছোট ভাই গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ বিষয়টি জানতে চাইলে আবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়াসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ধাঁড়ালো অস্ত্র নিয়ে কুপিয়ে ২ জনকেই গুরুতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুমিল্লা নেওয়ার পথে রামচন্দ্রপুর ভাল্লক গ্রামের সুলতান আহমেদের ছেলে স্বপন আহমেদ মারা যায়। 

অপরদিকে গুরুতর অবস্থায় মফজ্জল হোসেন সোহেলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বজনরা। 

এ বিষয় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, হামলায় স্বপন আহমেদ নিহত হয়েছেন। অপর দিকে মফজ্জল হোসেন সোহেল আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!