• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ২, ২০২৪, ০৯:৪০ পিএম
কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বড় ভেওলা ইউনিয়নের অলির বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বড় ভেওলার অলির বাপেরপাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে শাহাদাত হোসেন সামির (১২) ও একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মো. আল ফয়েজ মিশকাত (১১)। সামির সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির আর ফয়েজ সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় মসজিদের খতিব নুরুল কাদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আজান হলে মুসল্লিরা অজু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে ডুবন্ত এক শিশুর মাথা দেখতে পায় তারা। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথম পাওয়া শিশুর নাম সামির। পরে সন্ধান না পাওয়া অন্য শিশু মিশকাতের মরদেহ একঘণ্টা পর পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয় বলে জানান খতিব নুরুল কাদের।

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন জানান, সামিরের মা-বাবা দুজনই চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন। সে সুবাদে নানির কাছে থেকে মাদরাসায় পড়ালেখা করতো। দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এসএস

Wordbridge School
Link copied!