• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্যায় অবদান রাখায় সম্মাননা পেল ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন


ফেনী প্রতিনিধি নভেম্বর ২, ২০২৪, ০৯:৫২ পিএম
বন্যায় অবদান রাখায় সম্মাননা পেল ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন

ফেনী:  ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৬০ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে ফেনী শহরের শহিদ শহীদুল্লা কায়সার সড়কস্থ জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম স্বেচ্ছাসেবক পরিবার।

স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গনি রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, ফেনীর ট্রাফিক পরিদর্শক শওকত আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ফেনীতে ভয়াবহ বন্যায় যে রেকর্ড সৃষ্টি হয়েছিল ওই সময় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকরা আরেকটি নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে ফেনীবাসীর পাশে থাকার কারণে বন্যায় ক্ষয়ক্ষতি অনেক অংশে কমে এসেছিল। প্রাণহানির ঘটনাও তুলনামূলক কম হয়েছে। স্বেচ্ছাসেবকদের এ অনন্য ভূমিকার কথা ফেনীর মানুষ সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে। অনুষ্ঠানের শুরুতে স্বেচ্ছায় রক্তদান করে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!