• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদনে রেকর্ড


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২, ২০২৪, ১০:০১ পিএম
মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদনে রেকর্ড

দিনাজপুর: এক মাসে দেড় লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়েছে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। তবে পাথর বিক্রিতে ধীরগতির ফলে খনিতে দেখা দিয়েছে খনির ইয়ার্ডে পাথর মজুদের স্থান সংকট।

গত অক্টোবর মাসে এই খনি থেকে ১ লাখ ৪৯ হাজার ২৫ মেট্রিক টন পাথর উত্তোলন করেছে। এটি এই খনির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ উত্তোলন। এর আগে এই খনি থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করেছিল।  

দ্রুততম সময়ের মধ্যে অবিক্রিত পাথর বিক্রির গতি করতে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে পরিমাণে পাথর উত্তোলন হচ্ছে তাতে করে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে পাথর খনির উৎপাদন বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।  

এর আগে স্থান সংকুলানের অভাবে চলতি বছরের ০১ ফেব্রুয়ারি খনিতে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। পরে দুই মাস নয়দিন পর ৯ এপ্রিল থেকে পাথর উত্তোলন শুরু করা হয়। এ সময় ৭০০ শ্রমিক-কর্মচারীকে ছুটি দেওয়া হয়েছিল। ফলে তারা এক প্রকারে সমস্যার মধ্যে পড়েছিল।  

মধ্যপাড়া পাথর খনির সংশ্লিষ্টরা বলছে, সরকারি উন্নয়ন কাজে যাতে করে এই প্রতিষ্ঠানের পাথর ব্যবহার করা হয় এমন নিয়ম চালু করলে খনিতে অবিক্রিত পাথর থাকবে না। রাজস্ব বাড়বে একইভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে সরকারি এই প্রতিষ্ঠান।  

পাথর খনির কোম্পানি সচিব মোছা. সালাতেয়ারা বেগম বলেন, বর্তমানে এই খনিতে ১০ লাখ মেট্রিক টনের বেশি পাথর মজুদ রয়েছে।  

পাথর বিক্রি কম জানিয়ে তিনি বলেন, যদি এমন নিয়ম করা হয় যে, সরকারি উন্নয়নে মধ্যপাড়া পাথর খনির পাথর ব্যবহার করতে হবে তাহলে এই খনির পাথর যেমন বিক্রি হবে তেমনিভাবে বিদেশ থেকে পাথর আমদানি কমবে। এখন যে পরিমাণে পাথর মজুদ রয়েছে এবং জিটিসি পাথর উত্তোলন করছে। এতে করে আগামী দেড় থেকে দুই মাস পাথর উত্তোলন করে মজুদ রাখা যাবে।  

আইএ

Wordbridge School
Link copied!