• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আজ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা


পঞ্চগড় প্রতিনিধি নভেম্বর ৩, ২০২৪, ১০:২১ এএম
আজ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় : সাধারণত নভেম্বরের শুরুতে কিংবা তার কিছু দিন পর থেকেই দেশের সর্বত্র হালকা শীত শীত অনুভূত হয়। তবে এ বার তেমন সম্ভাবনা খুব একটা নেই। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল খাগড়াছড়ির দীঘিনালায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি ছিল।

৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

শীত কবে থেকে পড়বে এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, আবহাওয়া আরও কিছু দিন অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল থেকে শীতল শুরু হবে। ২০ ডিসেম্বরের পর শীতের প্রবণতা বাড়তে পারে বলে জানান তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!