রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়শার কারণে নদীতে নৌযান চলাচলের জন্য স্থাপন করা বয়া ও মার্কিন বাতি দেখা বন্ধ হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এদিকে, ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় কিছু যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ করেই রোববার (৩ নভেম্বর) ভোর ৫টা থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। দুর্ঘটনা এড়াতে ৫টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, এরপর সকাল ৭টা ৩০ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কোন যানবাহন নেই।
এসএস
আপনার মতামত লিখুন :