• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ৩, ২০২৪, ০৩:১২ পিএম
টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার: টেকনাফ থেকে অপহৃত দুই রোহিঙ্গাসহ নয়জনের কাছ থেকে জনপ্রতি দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা। অপহৃতদের স্বজনদের ফোন করে এই মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে দাবী করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

জানা যায়, শনিবার (২ নভেম্বর) কানজর পাড়া এলাকায় সকাল সাড়ে ৮ টার দিকে কৃষি ক্ষেত থেকে দুই রোহিঙ্গাসহ নয় জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দুই জন রোহিঙ্গার পরিচয় না মিললেও অপহৃত বাঙ্গালী নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম,আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছনের পরিচয় জানা গেছে।

হোয়াইক্যংয়ের কানজর পাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ের জামাই ও ভাইপো বন্দি আছেন অপহরণকারীদের হাতে। তিনি জানান, গেল রাত থেকে কয়েকবার অপরিচিত নাম্বার থেকে ফোন করে দেড় লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়।

এছাড়া অপহৃত বাকী ৬ জনের পরিবারের সদস্যরাও সমপরিমাণ মুক্তিপণ চেয়ে ফোন পেয়েছেন বলে দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীদের দাবী, টেকনাফ থানা পুলিশ পরিদর্শনে ঘটনাস্থল কানজর পাড়া যায়। খোঁজ খবর জিজ্ঞেস করে তার ফিরে যায় বলে দাবী স্থানীয়দের।

এই বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, অপহৃতদের ২৪ ঘণ্টায় তারা উদ্ধার কিংবা অবস্থান নিশ্চিত করতে পারেনি। তাদের উদ্ধারে পুলিশের ২টি টিম কাজ করছে।

এসএস

Wordbridge School
Link copied!