• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

বরিশালে নিষিদ্ধ পলিথিন পলিপ্রপাইলিন ব্যাগের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান


বরিশাল প্রতিনিধি নভেম্বর ৩, ২০২৪, ০৫:৫৬ পিএম
বরিশালে নিষিদ্ধ পলিথিন পলিপ্রপাইলিন ব্যাগের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

বরিশাল: জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে নগরীর নতুন বাজার এলাকায় সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে

রোববার (৩ অক্টোবর) সকালে হওয়া ওই অভিযানের নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো. রবিউল হাসান ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তর বরিশালের কর্মকর্তারাসহ আরও অনেকে।

নতুন বাজারে অভিযানকালে জেলা প্রশাসক জানান, ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে এবং এই নির্দেশনা যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের উদ্যোগে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া, পলিথিন উৎপাদনকারী ও বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, এর আগে ১ অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!