• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পদ্মা সেতুর টোল প্লাজায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪


জেলা প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০৯:২২ এএম
পদ্মা সেতুর টোল প্লাজায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

শরীয়তপুর: শরীয়তপুর জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজা সংলগ্ন দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজার দক্ষিণপাশে সার্ভিস এরিয়া-২ এর দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাওডোবা ইউনিয়নের মুসলিম ঢালীর এলাকার দাদন ঢালীর ছেলে আরমান (১৮), আলীম মাতবরের ছেলে ক্ষিদির (২০), মোমেন আলি ফরাজী কান্দির রুবেল ফরাজীর ছেলে নাবিল (১৭) ও ইসকান্দার মাতবরের ছেলে সায়েম (২০)।

পদ্মা সেতুর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, টোলপ্লাজার দক্ষিণপাশে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে চার জনের মধ্যে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই জন। আরও দুই জনকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তারাও হাসপাতলে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দুই ও হাসপাতালে নেওয়া হলে আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও থানায় অভিযোগ করেনি।

এম

Wordbridge School
Link copied!