• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কুয়াকাটায় দেয়াল ধসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০২:০৮ পিএম
কুয়াকাটায় দেয়াল ধসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মাণ শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।   

সোমবার (৪ নভেম্বর) দুপুর বারোটার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর আগেও কুয়াকাটায় এরকম একাধিক দুর্ঘটনার স্বীকার হয়েছে শ্রমিকরা। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুসালে নামের এক যুবক বলেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে ওই দোকানের পাশের একটি ভবনে ডাক্তার দেখাতে এসেছি। হঠাৎ পাশে একটি বিকট শব্দ পাই তখন দৌড়ে গিয়ে দেখি পুরো দোকানের একটি বড় দেয়াল ধসে পড়েছে এবং নিচে দুজন চাপা পড়ে আছে। পরে লোকজন ছুটে এসে তাদেরকে বের করা হয়। দেয়ালের চাপায় প্রাথমিকভাবে তাদের চেহারা শনাক্ত করার মত পরিস্থিতি ছিলো না। তাদের দুজনেরই মাথার মগজ বের হয়ে আলাদা হয়ে গেছে। 

মহিপুর থানার ওসি- তদন্ত মো. নোমান বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ বিষয় বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

এসএস

Wordbridge School
Link copied!