• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
পতিতাবৃত্তি ও মাদক কারবার

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে আটক শতাধিক


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০৩:২২ পিএম
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে আটক শতাধিক

গাজীপুর: গাজীপুরের শিল্প নগরী টঙ্গী এলাকায় যৌথবাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করে দেশী-বিদেশি মদ, বিয়ার, গাঁজা, নগদ অর্থসহ বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপর এক অভিযানে পতিতাবৃত্তির অপরাধে ৭৭ জন নারী-পুরুষকে আটক করা হয়।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর কেরানিটেক বস্তি ও তার পাশে থাকা ‘জাভান’ নামের একটি হোটেলে এক এই অভিযান চালানো হয়।

জানা যায়, যৌথ বাহিনীর এ অভিযান চলাকালীন সময়ে টঙ্গীর বস্তির কয়েকটি ঘর থেকে তিন ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা, দুই হাজার ৫০০ পিস ইয়াবা, ২০ বোতল দেশীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এ সময়ে মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

অপর দিকে জাভান হোটেলে অভিযান চালিয়ে তিন হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতাবৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়।

সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে কেরানিটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। অপর দিকে টঙ্গীর জাভান হোটেলে রোববার দিবাগত রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত যৌথ বাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো.তাহসিন।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছেন। আটককৃতদের সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এসএস

Wordbridge School
Link copied!