• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চুরির প্রতিবাদ করায় শিক্ষক বাবাকে হাত-পা বেঁধে ছেলে ও বৌমার নির্যাতন


সাতক্ষীরা প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০৫:২১ পিএম
চুরির প্রতিবাদ করায় শিক্ষক বাবাকে হাত-পা বেঁধে ছেলে ও বৌমার নির্যাতন

সাতক্ষীরা: চুরির প্রতিবাদ করায় শিক্ষক বাবাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নিজের ছেলে ও বউমার বিরুদ্ধে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অরবিন্দ মন্ডল (৮০) ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, অরবিন্দ মন্ডল তার জমি জায়গা বিক্রি করে বাড়িতে টাকা রাখেন। তবে সেই টাকা প্রায় চুরি করেন তার ছেলে বিশ্বনাথ মন্ডল ও বউমা কবিতা মন্ডল। এর প্রতিবাদ করায় মাঝে মাঝে শিক্ষক অরবিন্দ মন্ডলকে মারপিট করেন ছেলে ও তার স্ত্রী।  সোমবার টাকা সংক্রান্ত ব্যাপার নিয়ে শিক্ষক অরবিন্দ মন্ডলের সাথে ফের বিবাদে জড়ান তার ছেলে ও বৌমা। এসময় বিশ্বনাথ মন্ডল ও স্ত্রী কবিতা মন্ডল অরবিন্দ মন্ডলকে হাতে ও পায়ে বেঁধে প্রকাশ্যে অমানুষিক ভাবে নির্যাতন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি একাধিকবার শালিস বিচার করেছি কিন্তু বিশ্বনাথ ও তার স্ত্রী শোনেনা। একই ঘটনা তারা বারবার ঘটায়। আমি বৃদ্ধ শিক্ষকের মেয়েদেরকে খবর দিয়েছি। আর এঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।

এসএস

Wordbridge School
Link copied!