গাজীপুর: গাজীপুর শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ চলমান থাকায় আরও ৩ পোশাক কারখানা শ্রম আইন ২০০৬ এর (১৩) ১ এর দ্বারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ।
সোমবার (৪ নভেম্বর) কোনাবাড়ীর এম এম নীটওয়্যার লিমিটেড, মামুন নীটওয়ার লিমিটেড ও মকুল নীটওয়ার লিমিটেড কারখানার সামনে বন্ধের নোটিশ সাঁটানো হয়েছে। এর আগে একই কারণে কোনাবাড়ী তুসুকা গ্রুপের আরও ৬ পোশাক কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সর্বশেষ এ এলাকায় মোট ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো।
জানা যায়, গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের জেরে মালিক পক্ষের ছুটি ঘোষণা করা কারখানা গুলো হলো, রিপন নীটওয়্যার লিমিটেড, ইসলাম গ্রুপ, ডং আও লিমিটেড, অ্যাস্ট্রো নীটওয়্যার লিমিটেড, হরণবিল অ্যাপারেলস লিমিটেড, এবিএম ফ্যাশন লিমিটেড (অনন্ত গার্মেন্টস লিমিটেড) এবং কাশিমপুরের ডোরিন গার্মেন্টস লিমিটেড, কটন ক্লাব বিডি লিমিটেড, ফ্যাশন সমিট লিমিটেড, রেজাউল অ্যাপারেলস, লাইফ টেক্সটাইল লিমিটেড, কানিজ ফ্যাশন ও কে এম নুবেলী।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, তুসুকা গ্রুপ এবং এম এম নীটওয়্যার লিমিটেডসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করে আসছে। এ পরিস্থিতিতে কারখানার নিরাপত্তার স্বার্থে মালিক পক্ষ প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। তবে শ্রমিকা দাবি আদায়ের ব্যাপারে এখনো অনড় অবস্থানে রয়েছেন।
এসআই