• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ


কুমিল্লা প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৪, ০২:৩৪ পিএম
কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিলো কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল। পরে দুপুর ১টার পর থেকে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় পাশে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা লাগে। এতে ট্রাক ও লরির সামনের অংশ চুরমার হয়ে যায়। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে কাভার্ডভ্যানে পেছনে ধাক্কা দিয়ে যাত্রীসহ রাস্তার পাশে উল্টে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

দেবিদ্বার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরে মহাসড়কের ওপর ট্রাক ও কাভার্ডভ্যানটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরে ময়নামতি থানা থেকে রেকার এসে এসব যানবাহন সরালে সড়কে যান চলাচল শুরু হয়।

এসএস

Wordbridge School
Link copied!