• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাভারে শিশু খাদ্য তৈরীর কারখানায় ভোক্তা অধিকারের অভিযান


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৪, ০৪:১৯ পিএম
সাভারে শিশু খাদ্য তৈরীর কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

ঢাকা: সাভারে বিএসটিআই অনুমোদন বিহীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ নামক একটি ভেজাল শিশু খাদ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভিতরে অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, অনুমোদন বিহীন কারখানাটিতে কোন ক্যামিস্ট পাওয়া যায়নি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ৯ ধরণের শিশু খাদ্যে তৈরী করছেন তারা। যেগুলোর মোড়কের ক্ষেত্রে পৃথক পৃথক ঠিকানা ব্যবহার করা হলেও, এই কারখানাতেই তৈরী করা হচ্ছে এসব ভেজাল শিশু খাদ্যে।  

এ সকল বিভিন্ন অসংগতি থাকার অপরাধে এ সময় কারখানা কতৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানাটি অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন তিনি।

এএই/এসএস

Wordbridge School
Link copied!