• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাজমিস্ত্রির বাড়িতে মিলল আড়াই হাজার কেজি সরকারি চাল


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৫, ২০২৪, ০৮:৩৫ পিএম
রাজমিস্ত্রির বাড়িতে মিলল আড়াই হাজার কেজি সরকারি চাল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক বাড়ি থেকে ৮৬ বস্তায় মোট আড়াই হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।  

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকার রাজমিস্ত্রি শফিকুল ইসলামের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) সাবরিন আক্তারের নেতৃত্বে চালানো এ অভিযানে সহায়তা করেন কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম।

ভারপ্রাপ্ত ইউএনও সাবরিন আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, এক বাড়িতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। মোট চালের পরিমাণ দুই হাজার ৫৮০ কেজি। তবে এ চাল মজুদের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।  

আইএ

Wordbridge School
Link copied!