পিরোজপুর: পিরোজপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খাঁন, ছাত্র প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো: শামীম হোসেন, প্রনিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি মো: মাজেদ মিঞা ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য যে টাস্কফোর্স রয়েছে, সে টাস্কফোর্সের সদস্যদের নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। যেসব দোকান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অতিরিক্ত দামে বিক্রি করে। সে সকল দোকানকে মার্ক করে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। এসব দোকানদাররা রাস্তার পাস দখল করে দোকান বাড়িয়েছে এসব বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। এ সকল নির্দেশনা না মানলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএস
আপনার মতামত লিখুন :