• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ১১:৫৩ এএম
নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি : প্রতিনিধি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের জালিয়াপাং নাফ নদীর অংশ থেকে জেলেদের ধরে নিয়ে যায়। তবে কারও তাৎক্ষণিক জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, নাফ নদীতে মাছ ধরার সময় ২০ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তাদেরকে ছাড়িয়ে আনতে কাজ করছে বিজিবি।

এর আগে সর্বশেষ ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তারমধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।

এসআই

Wordbridge School
Link copied!