• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ট্রেন শান্টিংয়ের সময় কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ০৩:৩৪ পিএম
ট্রেন শান্টিংয়ের সময় কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

পাবনা: পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের অদূরে ট্রেনে কেটে দুই পা হারিয়েছেন এক যুবক।  বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে শান্টিং ট্রেনে (ট্রেনের বগি সরানোর) সময় এ ঘটনা ঘটে। ট্রেনে দুই পা বিচ্ছিন্ন হয়ে আহত যুবকের নাম মিজানুর রহমান (৩০)।  তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভাসান বুকগ্রামের নূরবক্স হাওলাদারের ছেলে।

আবেদ আলী নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকে স্টেশনের আশপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায় মিজানুরকে। স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের অদূরে ট্রেন শান্টিংয়ের সময় হঠাৎ করে সে ট্রেনের সামনে পড়ে গেলে হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় জানান, তার কোনো কাজ না থাকায় পরিবার ও স্বজনদের কাছে ব্যাপক অবহেলিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। রেললাইন পার হওয়ার সময় ট্রেনে তার দুই পা কাটা পড়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাসনিম তামান্না বলেন, ট্রেনে কেটে পা হারানো রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়ছে। তবে কোনো অভিভাবক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এসএস

Wordbridge School
Link copied!