• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পিরোজপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী আ.লীগ নেতা গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ০৪:০৮ পিএম
পিরোজপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী আ.লীগ নেতা গ্রেপ্তার

পি‌রোজপুর: পি‌রোজপু‌রের না‌জিরপু‌র থেকে একা‌ধিক মামলার পলাতক আসামি, দুর্ধর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান সবুজ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ন‌ভেম্বর) দিবাগত গভীর রাতে উপ‌জেলার শ্রীরামকাঠীর নিজ বাসভবন থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুর রহমান সবুজ উপ‌জেলার শ্রীরামকাঠী ইউনিয়‌নের ভীমকাঠী গ্রা‌মের আব্দুর রব শে‌খের ছেলে। তি‌নি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক।

না‌জিরপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া জানান, তার বিরুদ্ধে পূ‌র্বে না‌জিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। না‌জিরপুর উপ‌জেলা বিএন‌পির কার্যালয় ভাংচুর ও বি‌স্ফোরক আইনে দা‌য়ের করা মামলার অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার ক‌রে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

এসএস

Wordbridge School
Link copied!