• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছাত্র আন্দোলনে হত্যা মামলা: আওয়ামী লীগ নেতা লেবু গ্রেপ্তার


রংপুর প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ০৫:৫২ পিএম
ছাত্র আন্দোলনে হত্যা মামলা: আওয়ামী লীগ নেতা লেবু গ্রেপ্তার

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু গংগাচড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি তিনি।

জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। এ সময় বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এ ছাড়া শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫৭ জনকে আসামি করা হয় সেই মামলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ‘সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানার কার্যক্রম শেষে তাকে কোর্টে পাঠানো হয়েছে।’

এসএস

Wordbridge School
Link copied!