• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হলো ১৪ কেজি ওজনের পোয়া


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ০৬:০১ পিএম
সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হলো ১৪ কেজি ওজনের পোয়া

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে গিয়ে মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের এক সামুদ্রিক লম্বু বা পোয়া মাছ। যা তিনি বিক্রি করেছেন সাড়ে ১০ হাজার টাকায়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে জালে আটকা পরে মাছটি। সচরাচর বড় পোয়া মাছ না পাওয়ায় এটার চাহিদা অনেক বেশি। 

জানা যায়, ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে উঠান তিনি। সেখানে নিলাম ডাকে আলা-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

মো. ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের অবরোধ কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গেলে লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। মাছটি পেয়ে সাথে সাথে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছটির নাম লম্বু পোয়া। বছরের দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারনে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশ, পোয়া, কোড়ালসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!