কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে আলোচিত সিদ্দিকুর রহমান (৪৫) হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ। পরে ওইদিন রাতে দেবিদ্বার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আমির হোসেন উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, সিদ্দিকুর রাহমান হত্যা মামলার প্রধান আসামি আমির হোসেনকে গ্রেপ্তারের পর বুধবার ভোরে ঢাকা থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। পরে একই দিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট শুক্রবার সকালে ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় দুইটি গোষ্ঠীর দ্বন্দ্ব নিরসনে একটি সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলায় বেশ কয়েকজন আহত হয়। মারাত্মক আহত ছিদ্দিকুর রহমান ওই দিন দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। নিহত সিদ্দিকুর রহমান সাইচাপাড় গ্রামের গাবুদ্দিবাড়ির মৃত আবদুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় নিহত সিদ্দিকুর রহমানের ছোট ভাই কাউসার আমির হোসেন কে প্রধান আসামি, ৬৮ জনকে নামীয় এবং আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসএস