• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিলেটে ৪২২ বস্তা ভারতীয় চিনি সহ আটক ৩


সিলেট প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ০৯:০৯ পিএম
সিলেটে ৪২২ বস্তা ভারতীয় চিনি সহ আটক ৩

সিলেট: সিলেটে ৪২২ বস্তা ভারতীয় চিনি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহীর বাঘার মো. মানিক মিয়ার ছেলে শারুক (২৮), একই এলাকার মো. হায়দার আলীর ছেলে মো. ইমন হোসেন (১৯) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের মৃত আবরু মিয়ার ছেলে মো. আজির উদ্দিন (৫৪)।

পুলিশ জানায়, বুধবার সকালে সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে মুরাদপুর পয়েন্টে যাওয়ার সময় একটি ট্রাককে থামানোর জন্য সিগ্যানাল দিলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এসময় গাড়ীটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। তখন ট্রাকটিতে তল্লাশি করে ট্রাকের ভিতরে গোলাপী রংয়ের ত্রিপল দ্বারা মোড়ানো ৪২২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। বস্তাগুলোতে ৪৯ কেজি করে মোট ২০ হাজার ৬৭৮ কেজি রয়েছে। যেগুলোর বাজারমূল্য ২৪ লাখ ৮১ হাজার ৩৬০ টাকা। এসময় ট্রাকে থাকা ৩ জনকে আটক করা হয় এবং সাথে থাকা ট্রাকটি জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!