• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গাজীপুরে গার্মেন্টস কর্মী হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার 


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ১১:১৪ এএম
গাজীপুরে গার্মেন্টস কর্মী হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার 

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের পুবাইলের চাঞ্চল্যকর গার্মেন্টসকর্মী রাজিব আকন (৩২) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার  করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) টঙ্গীর মরকুন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম আবির হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ওই বিজ্ঞপ্তিতে আরও জানাগেছে, বুধবার প্রযুক্তির সহায়তায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন, হবিগঞ্জের চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে চাঁন মিয়া (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দাঁওগাঁও গোলাম মোস্তাফা (২৯) ও শেরপুরের ঝিনাইগাতী থানার খরাইয়া পাড় গ্রামের মো. জব্বারের ছেলে আমির হামজা (২৩)। তারা টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সন্ধ্যায় গার্মেন্টস শ্রমিক রাজীবকে পুবাইলের বসুগাঁও এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ নভেম্বর সকালে তিনি মারা যান।

পরে এঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তা নিয়ে র‌্যাব আসামিদের গ্রেফতার করে। 

এসআই

Wordbridge School
Link copied!