• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকির প্রতিবাদে খুলনায় মানববন্ধন


খুলনা ব্যুরো নভেম্বর ৭, ২০২৪, ১১:২৫ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকির প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজক বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন খুলনা জেলা কমিটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলার সভাপতি বিনয় সাহা। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা খন্দকারসহ অন্যন্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক সন্দীপ কুমার দাস।

এসময় বক্তারা বলেন, গত ৪ নভেম্বর সকালে মুঠোফোনে প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। সেই থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি যখন সংশ্লিষ্টদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন, শিক্ষাকে আরও কিভাবে জনমুখী করা যায়, কোন যায়গায় এই মুহূর্তে সংস্কার প্রয়োজন; তখন একটি কুচক্রীমহল তাকে হুমকি দিচ্ছেন। যা শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। শুধু তাই নয় শিক্ষাকে নষ্ট করতে আগেও যেমন এক শ্রেণির মানুষ ছিল, এখন আবার তারাই হয়ত বর্তমান উপাচার্যকে ভয়ভীতি প্রদর্শন করছে। তাই দ্রুত সময়ের মধ্যে যদি হুমকিদাতাদের আইনের আওতায় এনে শস্তি নিশ্চিত করা না হয়, তাহলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।

এসএস

Wordbridge School
Link copied!