• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা


পাবনা প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৪, ০৪:৪৮ পিএম
পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা

পাবনা: পাবনার আতাইকুলায় ইসলামী জলসা থেকে বাড়ি ফেরার পথে আসিফ হোসেন (৩২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় কেটে ফেলা হয়েছে তার বিশেষ অঙ্গও। 

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলা থানার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর গ্রামের আসলাম হোসেন কসাইয়ের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এ যুবক আসিফের গঙ্গারামপুর এলাকায় প্রায় ৪ বছর আগে (চাচাদের বাড়িতে থাকা) একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। গত ৪ মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আসছেন।

বৃহস্পতিবার এলাকার একটি ইসলামী জলসায় যান আসিফ। জলসা থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে উঠেন। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আপনার ছেলে আমাদের বাড়িতে আসছে দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়। 

নিহতের ছোটভাই নিরব হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাছারপুরের একটি জলসায় যায়। এরপর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনেে আওতায় আনার দাবি জানান তিনি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। 

এসএস

Wordbridge School
Link copied!