• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিলেটে আপন চাচাতো ভাইকে গলা কেটে হত্যা


সিলেট প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৪, ০৫:১২ পিএম
সিলেটে আপন চাচাতো ভাইকে গলা কেটে হত্যা

সিলেট: সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে গলা কেটে খুন করেছেন এক ভাই। শুক্রবার (৮ নভেম্বর) সকালে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী অভিযুক্ত সুলতান আহমদকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন।

নিহত ফয়জুল হোসেন (৬৫) নয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। আর অভিযুক্ত সুলতান আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে সুলতান ও তার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার ফজরের নামাজের পর নিহত ফয়জুল হোসেন ও সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান আহমদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ফয়জুল হোসেনকে কোঁপাতে থাকলে সে বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সুলতান আপন চাচাতো ভাই ফয়জুল হোসেনকে দেশীয় দা দিয়ে নির্মমভাবে গলা কেটে ও উপর্যুপুরি আক্রমণ করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ফয়জুল হোসেন। এরপর সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘাতক সুলতানকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!