• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মুরাদনগরে পানিতে ডুবে আপন দুই বোনসহ ৩ জনের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৪, ০৮:৪৮ পিএম
মুরাদনগরে পানিতে ডুবে আপন দুই বোনসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই বোন সহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়া ও পাঁচকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গুঞ্জন গ্রামের পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে হাবুডুবু খাচ্ছিল রাজমিস্ত্রী সোহেল মিয়ার ছোট মেয়ে সামিবা (৭)।  এসময় বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় তার বড় বোন সামিয়া (১৩)। এসময় দুই বোনই পানিতে তলিয়ে যায়।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

 

অপরদিকে একই দিনে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে গিয়ে রিয়া (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।  

এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুল হক বলেন, পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন যুবতীর মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

এসএস

Wordbridge School
Link copied!