• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রূপগঞ্জে কাঞ্চন পৌর ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৪, ০৯:০৬ পিএম
রূপগঞ্জে কাঞ্চন পৌর ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি- এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনে উদ্যোগে আয়োজিত কাঞ্চন পৌর ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ ফাইনাল খেলায় দ্বিতীয়ার্ধে কাঞ্চন পৌরসভার ৫ নং ওয়ার্ড ফুটবল একাদশের অধিনায়ক মোফাজ্জল হোসেনের দেয়া একমাত্র গােলে ৭ নং ওয়ার্ড ফুটবল একাদশ পরাজিত হয়।

এদিকে, উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে কাঞ্চনসহ আশে পাশের বিভিন্ন এলাকার থেকে আসা বিভিন্ন বয়সের কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক মাঠের চারিদিকে ভিড় জমায়। তারা মাঠের চারিদিক থেকে করতালির মাধ্যমে তাদের প্রিয় দলের খেলোয়ার উৎসাহ দেন।

টুর্নামেন্টে কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৯ টি দল অংশ গ্রহণ করেন।  খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সানাউল্যাহ মান্নান সানি, সাহেল মাহুমদ, সংগঠনের সভাপতি মাহবুব আলম সাহেদসহ অনেকে।

এসএস

Wordbridge School
Link copied!