সিলেট: সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) সন্ধান মেলেনি নিখোঁজের ৬ দিনেও। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চরম উৎকন্ঠায় পরিবার। সময় যত যাচ্ছে মা-বাবা, পরিবার পরিজনের দুশ্চিন্তা ততোই বাড়ছে। শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। মুনতাহাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছেন তার বাবা শামীম আহমদ।
মুনতাহা আক্তার জেরিন উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
জানা যায়, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে জেরিন। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেল হলে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। এরপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব প্রচারণা চলছে তার সন্ধান কামনায়। তবুও তার সন্ধান মেলেনি নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও।
তার পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে ‘অপহরণ’ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পরিবার।
আর সিলেটের ব্যবসায়ী ফারমিছ আক্তার একটি স্বর্ণের চেইন দেওয়ার ঘোষণা দিয়েছেন তাকে ফিরে পেতে কেউ সহযোগিতা করলে।
শিশুটির বাবা শামীম আহমদ বলেন, কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মেয়েকে ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চাই।
এবিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, আমরা এ ঘটনা শোনার পর থেকে ওই শিশুর সন্ধান পেতে কাজ করছি। ইতিমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।
আইএ