বরগুনা: শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সকালেই বরগুনা বিএনপি রাজপথে নেমেছে। এদিকে শহরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী ও পুলিশের সদস্যরা টহল ও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে।
বিএনপি নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লার নেতৃত্বে সকাল নয়টায় বিএনপি কার্যালয়ের সামনে একটি মিছিল বের হয়। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতা কর্মীরা মিছিলটিতে অংশগ্রহণ করে। শহরের বিভিন্ন সড়ক ঘুরে তারা সদরঘাট এলাকায় অবস্থান করছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ফিরোজ উজ জামান মামুন মোল্লা তাদের কর্মসূচি পালন নিয়ে বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে তার প্রিয় মাতৃভূমি ভারতে পালিয়ে আছে। সেখানে থেকে দেশ বিরোধী নানান রকমের ষড়যন্ত্র করছে। রোববার (১০ নভেম্বর) শহীদ নূর দিবস উপলক্ষে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন যুবলীগ ও তার নেতাকর্মীদের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার নির্দেশ দিয়েছি। তার এই ঘৃন ষড়যন্ত্র মোকাবিলায় বরগুনা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সজাগ আছে। রাত থেকেই আমরা এই ষড়যন্ত্রের জবাব দিতে মাঠে রয়েছি।
এসআই