গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের কয়েক হাজার শ্রমিক ফের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভে নেমেছে। শ্রমিকদের এ বিক্ষোভের ফলে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে পথচারী ও দুরপল্লার বাসসহ গণপরিবহন যাত্রীরা।
রোববার (১০ নভেম্বর) সকাল ৯টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আন্দোলনরত শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার (৯ নভেম্বর) সকাল থেকেই শুরু হওয়া টিএনজেড গ্রুপের কয়েক হাজার শ্রমিকদের আন্দোলন দিন শেষে রাত পার হয়ে রোববার (১০ নভেম্বর) সকালেও চলমান রয়েছে।
এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, গতকাল সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন রাতভর চলছিল। প্রায় ২৪ ঘণ্টা মহাসড়কে শ্রমিকেরা অবস্থান করে অবরোধ তৈরি করে রেখেছে। এতে করে মহাসড়ক দুরপাল্লার বাসসহ গণ পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এ দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারী সকল পথচারী ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আরও জানানো হয়েছে বকেয়া বেতন-ভাতার দাবিতে গার্মেন্টসের শ্রমিকগণ কর্তৃক ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ির মাঝামাঝি কলম্বিয়া গার্মেন্টসের সামনে শনিবার সকালে শুরু করা মহাসড়ক অবরোধ এখন পর্যন্ত রোববার (সকাল ৭টা) অব্যাহত আছে। বিধায়, সম্মানিত যাত্রীগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এসএস