• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

বিমানবন্দরে বন্ধুকে বিদায় জানিয়ে ফেরার পথে ৩ যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৪, ০১:২০ পিএম
বিমানবন্দরে বন্ধুকে বিদায় জানিয়ে ফেরার পথে ৩ যুবকের মৃত্যু

ঢাকা: টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।  শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, এক বন্ধুকে বিদেশে যাওয়ার সময় বিদায় জানাতে তার সঙ্গে আরও তিন বন্ধু একটি প্রাইভেটকারে করে আসেন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে। বন্ধুকে বিদায় জানিয়ে একই প্রাইভেটকারে চেপে তিনজন বাড়ি ফিরছিলেন। দিবাগত রাত ২টা ৪০মিনিটের দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এটি ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে নাসির ঘটনাস্থলেই মারা যান। পরে মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কারের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!