• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাগেশ্বরীতে সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ০৩:৩৬ পিএম
নাগেশ্বরীতে সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. আব্দুল হাই (৪৬) নামের সাবেক এক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও ঋণগ্রস্থ ছিলেন। তার নামে একটি চেক ডিজঅনারের একটি মামলা ছিলো। এরকম নানা কারণে মানসিক চাপে রাতে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!