বরগুনা: বরগুনার পাথরঘাটায় মাদক সেবনকালে শ্রমিকলীগ নেতাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাতে এক বিশেষ অভিযানে রাত পাথরঘাটা পৌরশহরের ৬ নং ওয়ার্ডের একটি বাসা থেকে ১৫ টি ইয়াবাসহ তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিনের ছেলে ও পাথরঘাটা উপজেলা শ্রমিকলীগ এবং ঘাট শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুস্তাফিজুর রহমান সোহেল ও সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের হাতেমপুর গ্রামের কালাম কাজীর ছেলে পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল কাজী।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমাদের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে এই দুই ব্যক্তিকে মাদক সেবনকালে আটক করা হয়েছে। আটক করার পর স্থানীয়রা জানান, এই ব্যক্তিরা বিগত দিনে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। আটককৃতদের বিরুদ্ধে থানায় কোন ওয়ারেন্ট আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক দুই ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এসএস