• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রাস্তার পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থলে সেনাবাহিনী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৪, ০১:১৯ পিএম
রাস্তার পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থলে সেনাবাহিনী

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যাতে সড়কের পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।

বোমা উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত বোমা উদ্ধার বা নিষ্ক্রিয় করতে পারেনি উদ্ধারকারী দলের সদস্যরা। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। সাভার সেনানিবাস থেকে বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ্য বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস

Wordbridge School
Link copied!