• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সাভারে বিচ্ছিন্ন অবস্থায় গৃহবধূর ৪ টুকরো মরদেহ উদ্ধার, স্বামী আটক 


সাভার প্রতিনিধি নভেম্বর ১২, ২০২৪, ১১:৪১ এএম
সাভারে বিচ্ছিন্ন অবস্থায় গৃহবধূর ৪ টুকরো মরদেহ উদ্ধার, স্বামী আটক 

ফাইল ছবি

সাভার: সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে দত্তপাড়ায় ৪ টুকরো এক নারীর মরদেহ আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় তার মাথা, দুই হাত এবং দেহ বিছিন্ন অবস্থায় পাওয়া যায়। 

সোমবার (১১ নভেম্বর) রাত ১০ ঘটিকার সময় দত্ত পাড়ার বব মারলি রেস্তোরাঁর পিছনে খোলা জায়গায় স্থানীয়রা নারীর ৪  টুকরো মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে নিহত নারীর স্বামীকে আটক করে। 

নিহত নারী শান্তনা ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া গ্রামে বলে পুলিশ জানায়। আটক স্বামীর নাম নয়ন রাজমিস্ত্রী । রাজমিস্ত্রী নয়ন ঘটনাস্থলের পাশেই একটি বাড়ি ভাড়া থাকতো।  

লাশ ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক ওয়াজেদ মিয়া বলেন, তার মাথা, দুই হাত এবং দেহ বিছিন্ন অবস্থায় পাওয়া যায়। 

নিহত নারীর নাম শান্তনা (৩৫) বাড়ি ধামরাই থানার বালিয়া। আটক তার স্বামী রাজমিস্ত্রী নয়নকে পুলিশ আটক করেছে। পুলিশ আরও জানান কি কারনে এই হত্যাকান্ড এখন তা জানা যায়নি।

এসআই

Wordbridge School
Link copied!