• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

নাহিদ ও আসিফের বস ‘আখতার হোসেন’


তুষার আচার্য্য, রংপুর নভেম্বর ১২, ২০২৪, ১২:০৩ পিএম
নাহিদ ও আসিফের বস ‘আখতার হোসেন’

রংপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড আখতার হোসেন। কিন্তু তাকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত না করে সংযুক্ত করা হয়েছে শাহাবাগি একজনকে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদের সংযুক্ত করতে হবে। নাহিদ ও আসিফের বস হলো আক্তার হোসেন।

উত্তরবঙ্গের বৈষম্যের প্রতিবাদে এবং উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা সংযুক্ত করার দাবিতে সোমবার(১১ নভেম্বর) রংপুর প্রেসক্লাব চত্বরে একটি বিক্ষোভ সমাবেশেে এরকম বলেন রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এ সময় সমন্বয়করা আরো বলেন, বরাবরই যে কোন আন্দোলনের প্রধান নেতৃত্ব রংপুর থেকেই আসে।বৈষম্য বিরোধী এই আন্দোলনের মূল স্পিরিট রংপুর থেকে আসার পরেও রংপুর এখন পর্যন্ত অবহেলিত থেকে গেছে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস রংপুরে এসে বলেছিলেন রংপুর হবে এক নাম্বার জেলা কিন্তু তার কোন প্রতিফলন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না।উল্টো বিভিন্নভাবে রংপুর বৈষম্যের শিকার হচ্ছে।

বিক্ষোভ করা শিক্ষার্থীরা আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগ থেকে উপদেষ্টা সংযুক্ত করা না হলে সারা দেশ থেকে উত্তরবঙ্গ কে বিচ্ছিন্ন করে দেয়া হবে। সেই সাথে আওয়ামী ফ্যাসিস্টের কোন দালালের উপদেষ্টা পরিষদে জায়গা হবেনা। ছাত্রজনতা বিপ্লবের মাধ্যমে যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে প্রয়োজনে তা ভেঙ্গেও দিতে পারবে।

মঙ্গলবার (১২ তারিখ) বিকেল সাড়ে তিনটায় উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলায় একযোগে বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রজনতা।

এমটিআই

Wordbridge School
Link copied!