• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

পিরোজপুরে ১০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


পিরোজপুর প্রতিনিধি নভেম্বর ১২, ২০২৪, ০৬:৪৬ পিএম
পিরোজপুরে ১০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০৫ কেজি পলিথিন জব্দ করা হয়। এতে ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ। 

মাসুম বিল্লাহ জানান, ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে ১০৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
এআর

Wordbridge School
Link copied!