• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান


সাভার (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ০৩:০২ পিএম
সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকা: সাভারে তুরাগ নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ২টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে সাভারের ভাকুর্তার টোটালিয়া পাড়ায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভাকুর্তা এলাকার টোটালিয়া পাড়ায় নদীর জায়গা দখল করে ও পরিবেশে অধিদপ্তরের অনুমোদন না নিয়ে মেসার্স তাহা ব্রিকস এবং ঢাকা ব্রিকস কার্যক্রম পরিচালনা করে ইট প্রস্তুত করে আসছিল। ইতিপূর্বে, তাদের বেশ কয়েকবার সতর্ক করা হলেও তারা তা কর্নপাত না করে অবৈধভাবে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

ফলশ্রুতিতে আজ পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ভাটা ২টি কার্যক্রম বন্ধ করে দেয়াসহ একটি ভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশে অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলার সময় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আই/এসএস

Wordbridge School
Link copied!