• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সেন্টমার্টিনে ফের দুই ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেল আরকান আর্মি


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ০৩:২০ পিএম
সেন্টমার্টিনে ফের দুই ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী রড-সিমেন্ট সেন্টমার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ছয় জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তাদের নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হলেও ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার।  জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বোট মালিক সমিতির সভাপতি জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু ও সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত সময়ে ট্রলার দুটি না পৌঁছানোয় খোঁজ শুরু হয়। পরে একটি মাধ্যম থেকে খবর পাওয়া যায়, আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে।

সেন্টমার্টিনের বাসিন্দা সবুজ বলেন, সম্প্রতি নাফ নদী থেকে বাংলাদেশি মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা বেড়েছে। ট্রলার দুটিতে দুই মাঝিসহ ৬ জন স্টাফ ছিলেন। একটি ট্রলারের মাঝি আব্দুর রহমান ও অপরটির মাঝি মোস্তাক আহমেদ ছিলেন। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফেটন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, এই ধরনের কোনো তথ্য এখনো আমাদের কাছে পৌঁছায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়া বিষয়টি জানা নেই। এছাড়াও কেউ অবহিতও করেনি।

এসএস

Wordbridge School
Link copied!