সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সিলেটের মোগলাবাজারের শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতিউর রহমান (৫০) স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি দক্ষিণ সুরমার শ্রীরামপুরের মৃত নশিদ আলীর ছেলে ও ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিলেট মহানগরের মোগলাবাজার থানা এলাকার শ্রীরামপুরে অভিযান চালানো হয়। এসময় বিস্ফোরক দ্রব্যাদি আইনের একটি মামলার পলাতক আসামি আওয়ামীলীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএস