পিরোজপুর: পিরোজপুরে পৃথক দুই স্থানে বাসচাপায় ২ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় ঢাকাগামী ওয়েলকাম পরিবরহনের একটি বাসের ধাক্কায় দিপ্তী রানী সাহা (৫২) নামের এক নারী মারাত্মক আহত হয়। বৃহস্পতিবার ভোর রাতে খুলনায় চিকিৎসাদীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার সঞ্জীব সাহার স্ত্রী।
নিহত দীপ্তী রানীর জামাতা (মেয়ের স্বামী) সুষেন কুমার দত্ত জানান, তার শ্বাশুড়ি বুধবার রাতে স্থানীয় কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ধর্মীয় জগদ্বাত্রী পূজা দেখতে যান। এ সময় রাস্তার পাশ থেকে যাওয়ার সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গাড়িটি তাকে আহত করে তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাসটিকে আটকে তাকে নামিয়ে রাখেন। পরে স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ওভারটেক করার সময় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট-পিরোজর সড়কের নিমতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ নারীসহ আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন ফোরকান হাওলাদার, রেশমা বেগম, ইমরান ও জহুরা বেগম। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে সকালে ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রীজ থেকে পিরোজপুরের দিকে আসার সময় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেয়ার পথে আখি আক্তার মারা যায়। আহতদের সকলের বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান দুটি ঘটনাই শুনেছি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখানো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এসএস