• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চিরকুটে হুমকি, ধান খেতে মিলল শিশুর মরদেহ


নড়াইল প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২৪, ১২:৩২ এএম
চিরকুটে হুমকি, ধান খেতে মিলল শিশুর মরদেহ

নড়াইল: নড়াইলের কালিয়ায় ধান খেত থেকে হামিদা খানম (৬) নামে এক শিশুর হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রাম থাকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হামিদা খাতুন  কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিহত হামিদাদের বাড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দৃর্বৃত্তদের ধরতে ‌‘খুর চালান’ দিতে চান হামিদার পরিবারের লোকজন। এরপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে হামিদাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিঠিতে সন্তান হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর দুপুর ২ টার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। এসময় মায়ের কাছ থেকে একটি আপেল হাতে নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বের হন হামিদা। পরে বিকেল ৪ টার দিকে তাকে খোঁজ করে বাড়ির লোকজন। কিন্তু আশেপাশে কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তখন সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজন সন্দেহ বাড়ে।

খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধান খেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল। পরে পরিবার ও স্থানীয়রা সেখান থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা তদন্ত করছি। অতিদ্রুতই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এসএস

Wordbridge School
Link copied!