• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামায় বিঘ্ন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৪, ১০:০২ এএম
ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামায় বিঘ্ন

নীলফামারী: উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে ভোররাত থেকে ঘন কুয়াশা পড়ছে। সেই সঙ্গে হঠাৎ করে বেড়েছে ঠান্ডা। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। সকাল ৮টার দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। যাত্রীদের রানওয়েতে অপেক্ষা করতে দেখা গেছে।   

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম সাংবাদিকদের জানান, শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যায় জনপদ। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি রয়েছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানান তিনি।  

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি। তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।  

সকাল ৮টায় ইউএস-বাংলার একটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট কুয়াশার কারণে নামতে পারেনি বলেও জানান তিনি।  

আইএ

Wordbridge School
Link copied!