• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হলেন শিপন


কসবা প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২৪, ০৫:১১ পিএম
কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হলেন শিপন

কসবা: উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি.এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ১৪ নভেম্বর স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল ইসলাম। সহকারী কমিশনার ছিলেন  জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শাহ আলম খন্দকার, রুস্তম আলী। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কসবার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মতি মেম্বারের সন্তান, কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন। 

তিনি চেয়ার প্রতীকে ১২২ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনারস প্রতিকে আইয়ুম খান ৮২ ভোট পেয়েছেন। হরিণ প্রতিকে এস এম কামারুজ্জামান ৩৬ ভোট পেয়ে ৩য় হন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তবিবুর রহমান, সদস্য নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম ও রাহেলা বেগম।

নির্বাচিত সভাপতি জিয়াউল হুদা শিপনসহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,কসবা উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী।

এআর

Wordbridge School
Link copied!