• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


নড়াইল প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২৪, ০৮:৫৮ পিএম
নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল: এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে শহরের আলাদাতপুর এলাকায় প্যারাডাইস একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যারাডাইস একাডেমির পরিচালক মো. আবু মুসা। প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ছায়েম আলী খান। 

আরো উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুর রহমান, আবু বক্কার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বরাশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজান হোসেন, প্যারাডাইস একাডেমির শিক্ষক শহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, তায়েবুর রহমান, বিশ্বজিৎ সাহা ও তানভীর হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে প্যারাডাইস একাডেমি থেকে ২০২৪ সালে এসএসসি পরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে নতুন এসএসসি ব্যাচকে বরণ করে নেওয়া হয়। 

এআর

Wordbridge School
Link copied!